জনপ্রশাসনে সচিবসহ শীর্ষ পর্যায়ের পদে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে অসন্তোষ ও হতাশা তৈরি হয়েছে। নতুন সচিব পদে যাঁদের পদোন্নতি পাওয়ার কথা; তাঁদের আশঙ্কা, চুক্তিভিত্তিক নিয়োগের সুবিধা পেয়ে পুরোনোদের কেউ কেউ রয়ে যাবেন। ফলে অন্যরা বঞ্চিত হবেন। বিষয়টি নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভায়ও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। একজন জ্যেষ্ঠ সচিব এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কর্মকর্তাদের ফেসবুক গ্রুপে পোস্টও দিয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ডিসেম্বরে নয়জন সচিব অবসরে যাবেন। আগামী দুই মাসে আরও নয়জনের অবসরে যাওয়ার কথা। এসব কর্মকর্তার কেউ কেউ চুক্তিভিত্তিক নিয়োগ পেতে সক্রিয় রয়েছেন। এরই মধ্যে মন্ত্রিপরিষদসচিব আনোয়ারুল ইসলামকে ১৬ ডিসেম্বর থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়মিত অবসরে যাওয়ার তারিখ ১৫ ডিসেম্বর।
উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, এখন অতিরিক্ত সচিব পর্যায়ে পদের চেয়ে চার গুণ বেশি কর্মকর্তা আছেন। যুগ্ম সচিব ও উপসচিব পর্যায়েও পদের চেয়ে অনেক বেশি কর্মকর্তা রয়েছেন। সচিব পর্যায়ে চুক্তিভিত্তিক নিয়োগ বাড়তে থাকলে এসব কর্মকর্তার শীর্ষ পদে যাওয়ার পথ সংকুচিত হয়ে যায়। এ নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ থাকলেও প্রকাশ্যে কোনো মন্তব্যও করতে পারেন না।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।