চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় একটি ফিলিং স্টেশনের পাশে দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন ধরণের হতাহত হননি। শনিবার সকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জসীম উদ্দিন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের কর্মীরা আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তে সাপেক্ষে জানা যাবে। অন্যদিকে শুক্রবার মধ্যরাতে বোয়ালখালীর বড়ুয়ার টেক এলাকায় অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে চার লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।