সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে জেলাজুড়ে।
দিবসের প্রথম প্রহরে একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকালে শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। এতে পুলিশ বিভাগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় । হাজারো মানুষ তাদের পরিবেশনা উপভোগ করেন।
কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিজন সেন রায় ও সাধারণ সম্পাদক শেরগুল আহমেদের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গণমাধ্যমকর্মীরা।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।