হাফেজ নজরুল :
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় গাঁজা ভর্তি সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে এসআই ফিরোজ আহাম্মেদদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় সিএনজি ভর্তি ১২ কেজি গাঁজাসহ নওগাঁ জেলার সাপাহার থানার গোপালপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে ইমন(২১) এবং বাঙ্গরা বাজার থানার হাটাশ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রাজীব(২২)কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়েরের পর তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।