করোনার সংক্রমণ রোধে এবার কক্সবাজারে পর্যটক আসার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার বিকেল থেকে সমুদ্র সৈকতসহ আশপাশের পর্যটনকেন্দ্রগুলোতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
কক্সবাজার ভ্রমণে নিষেধাজ্ঞা জারি
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) কামাল হোসেন বলেন, অনির্দিষ্টকালের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
তিনি বলেন, এখানে অসংখ্য দেশি-বিদেশি পর্যটক আসায় করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই বাড়তি সতর্কতা হিসেবে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত। ইতোমধ্যে সৈকত থেকে পর্যটকদের সরিয়ে দিয়েছেন বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ।
জেলা ট্যুরিস্ট পুলিশের সহকারী সুপার মো. ফখরুল ইসলাম বলেন, ইতোমধ্যে সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সরিয়ে দেয়া হয়েছে। যারা কক্সবাজারের বাইর থেকে এসেছেন তাদের ফিরে যেতে বলা হয়েছে।
জনগণের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত জারি থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।