করোনাভাইরাসের কারণে ইংলিশ ফুটবলে স্থগিতাদেশ বাড়ল। অন্তত আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ফুটবল বন্ধের ঘোষণা দিয়েছে ইংল্যান্ড। সেই সাথে সব ধরণের ফুটবলও বন্ধ থাকবে এই সময়।
ইএফএল, মেয়েদের সুপার লিগ, মেয়েদের চ্যাম্পিয়নশিপ এবং স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের সব ধরনের ফুটবল স্থগিত থাকবে। পরিস্থিতি নিরাপদ হওয়া মাত্র ২০১৯-২০ মৌসুমের বাকি অংশ শুরু করার কথাও যৌথ বিবৃতিতে জানায় এফ, প্রিমিয়ার লিগ ও ইএফএল।
এর আগে ইংল্যান্ডে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সব ধরনের ফুটবল স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। বর্তমান নিয়ম অনুযায়ী, আগামী ১ জুন মৌসুম শেষ হওয়ার কথা ছিল। তবে ইউরো ২০২০ এক বছরের জন্য পিছিয়ে দেওয়ায় ইউরোপের ঘরোয়া লিগ মৌসুম নির্ধারিত সময়ের পরও মাঠে গড়ানোর সুযোগ থাকছে।
কভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই খেলাধুলা আপাতত বন্ধ রয়েছে। ইউরো ছাড়াও এক বছরের জন্য পেছানো হয়েছে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।