বিলম্বে হলেও সরকার করোনা ভাইরাস মোকাবিলায় যে পদক্ষেপ নিয়েছে তাকে সাধুবাদ জানিয়েছে বিএনপি। সোমাবার (২৩ মার্চ) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কর্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় তিনি হাসপাতালগুলোতে নার্স এবং ডাক্তারদের জন্য পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নিশ্চিতের আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতি দ্রুততার সঙ্গে সরকার যদি হাসপাতালগুলোতে ক্লিপ করে, প্রত্যেকটি জেলা হাসপাতালগুলোতে টেস্টিং কিট ও সরঞ্জাম দেওয়া হয় তাহলে পরীক্ষা করা যাবে। অন্যদিকে চিকিৎসকদের তাদের প্রয়োজনীয় ও নার্সদের জন্য প্রয়োজনীয় যে উপকরণ দরকার তা দিতে হবে। এবং আমরা মনেকরি হাসপাতালগুলোতে টিম থাকা দরকার। তাদের কাজ হলো করোনা রোগী সনাক্ত করা ও তাদের সেবা দেওয়া
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।