Logo
HEL [tta_listen_btn]

মহামারি প্রকট হচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মহামারি প্রকট হচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মহামারি প্রকট হচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টেড্রোস আধানম গেব্রিয়াসুস

ইতিমধ্যেই মহামারি রূপ ধারণ করেছে নভেল করোনাভাইরাস। আর এই মহামারি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস।

সোমবার (২৩ মার্চ) এক টুইটবার্তায় তিনি বলেন, বিশ্বের প্রায় সব দেশ থেকে তিন লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে তথ্য এসেছে। এই মহামারি দ্রুত ছড়িয়ে পড়ছে।

যোগ করে টেড্রোস আধানম গেব্রিয়াসুস আরও বলেন, প্রথম ব্যক্তি আক্রান্ত হওয়ার পর আক্রান্তের সংখ্যা এক লাখ হতে সময় লেগেছে ৬৭ দিন, পরবর্তী এক লাখ হতে সময় লেগেছে ১১ দিন এবং মাত্র চার দিনে তৃতীয় এক লাখ মানুষ আক্রান্ত হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে এখন পর্যন্ত মারা গেছেন ১৪ হাজার ৫৬২ জন। আর আক্রান্তের পরিমাণ ৩ লাখ ৩৭ হাজার ৫২৭ জন।

রোববার (২২ মার্চ) কোভিড-১৯ ভাইরাসে বিশ্বব্যাপী নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৪৮১ জন। আর মারা গেছে ১ হাজার ৫৩৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতেই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com