Logo
HEL [tta_listen_btn]

গণমাধ্যমকর্মীদের সহায়তা দিতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ

গণমাধ্যমকর্মীদের সহায়তা দিতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ

 দেশের আলো নিউজ ঃ

মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত ছুটির সময় গণমাধ্যমকর্মীদের সহায়তা দিতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (২৫ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে এই নির্দেশনার কথা জানানো হয়।

প্রসঙ্গত, আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সরকারি ছুটি। এই সময় জরুরি সেবাদানকারী ব্যক্তি সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরতরা বাইরে বের হবেন। এছাড়া সবাইকে নিজ বাসায় অবস্থান করতে হবে। সরকারি এই নির্দেশনার পর প্রশ্ন ওঠে গণমাধ্যমকর্মীদের মাঠে কাজ করতে আলাদা কোনও পাস প্রয়োজন হবে কিনা

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, ছুটির সময় গণমাধ্যমকর্মীদের সহায়তা দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে ২৬ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনায় গত ২৪ মার্চ থেকে মাঠে রয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। সশস্ত্র বাহিনী প্রশাসনকে বিভিন্নভাবে সহায়তা করছেন।

বুধবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাংবাদিকদের দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন,

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনেকরি সাংবাদিকদের যে কার্ড আছে সেটিই যথেষ্ট। যদি সাংবাদিকদের মিডিয়া হাউজ থেকে বলে দেওয়া হয় তিনি অন ডিউটি, তাহলে সেটিই যথেষ্ট। এটির জন্য আলাদা কার্ড দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। কারণ, একজন সাংবাদিক যখন অন ডিউটি, তখন তাকে সহায়তা করা প্রয়োজন বলে আমি মনে করি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com