Logo
HEL [tta_listen_btn]

নীলফামারীতে সেবার পাশাপাশি মাস্ক বিতরণ করেন পুলিশ

নীলফামারীতে সেবার পাশাপাশি মাস্ক বিতরণ করেন পুলিশ

মোঃ মোশফিকুর ইসলাম (চিলাহাটি – নীলফামারী) সংবাদ দাতা: বিশ্ব যখন করোনা সংক্রমন ঝুকিতে শঙ্কিত। সেই করোনার সংক্রমন ঝুঁকি এড়াতে বিভিন্ন গণসচেতনতামুল কাজ করছেন জেলা পুলিশ প্রশাসন। জেলা সদরের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষসহ প্রত্যেকের মাস্ক পরিধান নিশ্চিত কল্পে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক (তদন্ত)’র ব্যক্তিগত অর্থে থানায় সেবা নিতে আসা মানুষের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে সেবার পাশপাশি এসব মাস্ক বিতরণ করছেন নীলফামারী থানা পুলিশ। করোনায় আতঙ্ক নয়, সচেতনতা কল্পে প্রত্যন্ত অঞ্চলে লিফলেট, হ্যান্ডবিল বিতরণসহ জেলা জুড়েই চলছে বিভিন্ন প্রচার প্রচারণা। এরই মধ্যে জেলা জুড়ে নিশ্চিত করা হয়েছে করোনা সংক্রমন ঝুকি এড়াতে মাস্ক পরিধানসহ বিভিন্ন সরকারী নিষেধাজ্ঞা। এ ব্যাপারে নীলামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন-নবী বলেন, “দেশ জুড়ে লক-ডাউন কর্মসূচী চলমান থাকলেও, পুলিশের কোন লক-ডাউন নেই। জেলা সদরের ছিন্নমুল মানুষসহ সকলের করোনার সংক্রমন ঝুঁকি এড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস”। নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, “বিশ্ব জুড়েই চলছে করোনার সংক্রমন। এ জেলায় করোনার সংক্রমনের ঝুকি এড়াতে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনায় জেলার প্রতিটি থানায় বসানো হয়েছে হাত ধৌত করার স্থান। শুধু তাই নয়, মাস্ক পরিধানসহ ঝুকি এড়াতে সকল কার্যক্রমের শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সর্বদাই সচেষ্ট পুলিশ প্রশাসন”। প্রসঙ্গত: মুজিববর্ষ উপলক্ষ্যে নিজের রেশনের শতভাগ এ অঞ্চলের গরীব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিয়েছিলেন নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com