আড়াইহাজার সংবাদ দাতা :
করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় অসহায়, দরিদ্র, কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে আড়াইহাজার থানা ছাত্রদল। আজ সকাল ১০ টায় থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী জুবায়ের রহমান জিকুর নেতৃত্বে ব্রাম্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর বাঁশতলাঘাটে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় প্রায় দুইশত দুস্থ জনতার মাঝে ত্রাণ হিসেবে চাল, ডাল, পিয়াজ, তেল এবং লবনের প্যাকেট বিতরণ করা হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া অসহায়-কর্মহীন-শ্রমজীবী মানুষের মাঝে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির নির্দেশনায় ত্রাণ বিতরণ করা হয় জানিয়েছে ছাত্রদল। এসময় থানা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত থাকেন।
জুবায়ের রহমান জিকু গণমাধ্যম কে জানান, “আমার বাবা মরহুম হাবিবুর রহমান চেয়ারম্যান ব্রাম্মন্দী ইউনিয়ন বাসি তথা আড়াইহাজার বাসীর সুখে দুখে সর্বদা পাশে থাকতেন।তার দীক্ষায় দীক্ষিত হয়ে আমিও গণমানুষের সেবা করতে চাই। যে কোন সংকটে অতীতেও আড়াইহাজার থানা ছাত্রদল জনতার পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
উল্লেখ্য ইতোপূর্বে ছাত্রদলের পক্ষে মাস্ক এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছিল।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।