এমদাদ খান রামগড়ঃ- করোনা ভাইরাসের কারণে সরকারি বরাদ্দ দেওয়ার পূর্বেই ব্যক্তিগত তহবিল থেকে পৌর এলাকার শ্মশান টিলায় আজ(১ লা এপ্রিল) প্রায় ১০০টি পরিবারের নিকট খাদ্য সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদী মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌছেঁ দিয়েছেন রামগড় পৌরসভার মেয়র শাহজাহান কাজি রিপন। তিনি বলেন, এ পর্যন্ত (নয়শত) কেজি পরিবারকে আমি এ সহায়তা দিয়েছি, বাকিটা আগামীকালের মধ্যে শেষ হবে। এর পরও কেউ বাদ পরলে হটলাইনে যোগাযোগ করলে আমরা তার বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিব। প্রসঙ্গত, গত সপ্তাহে থেকে শুরু করে পর্যায়ক্রমে পৌরসভার নয় টি ওয়ার্ডের নয়শত কর্মহীন মানুষদের ঘরে ঘরে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দওয়ার উদ্যোগ গ্রহণ করেন তিনি এবং জনসাধারণের জন্য একটি হটলাইনও তৈরি করেন ইতোমধ্যে দেশের সব ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। জরুরি প্রয়োজন ছাড়া একসঙ্গে দুই জনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সারাদেশে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষজন। তাই অসহায় মানুষের পাশে থাকার জন্য আমার এই প্রচেষ্টা
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।