এমদাদ খান (রামগড়) খাগড়াছড়িঃ- খাগড়াছড়ি জেলার রামগড় থানার উদোগে ২৩শে মার্চ (সোমবার) সকাল ১১টায় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শামসুজ্জামান এর নেতৃত্বে রামগড় থানার পুলিশের একটি দল রামগড় বাজার ,সোনাইপুল বাজার ও কালা ডেবা বাজারে স্হানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে জনগণকে সতর্ক করতে হেন্ডমাইকে বিভিন্ন পরামর্শ ও হ্যান্ড বিল খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় বিতরন করা হয়। এসময় উপস্হিত ছিলেন রামগড় থানার (তদন্ত কর্মকর্তা) মনির হোসেন, রামগড় থানার পুলিশ সদস্য বৃন্দ, সংবাদ কর্মী নিজাম উদ্দিন (লাভলু) ফয়েজ আহম্মদ (মিলন), বেলাল হোসাইন, শুভাশিষ দাশ,কুমার রতন,এমদাদ খান,শাহাদাত হোসেন (কিরন) করিম শাহ, নুর আলম (শরীফ) উপস্থিত ছিলেন। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুজ্জামান সাংবাদিককে জানান, গত ২মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বিদেশ থেকে আসা ২৭ জন কে সনাক্ত করেছি এর মধ্যে ১৪ জন কে হোম কোয়ারেন্টাইন এ রেখেছি। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।