Logo
HEL [tta_listen_btn]

রামগড়ে করোনা পরিস্থিতি পর্যবেক্ষনে সেনাবাহিনীর প্রতিনিধি দল

রামগড়ে করোনা পরিস্থিতি পর্যবেক্ষনে সেনাবাহিনীর প্রতিনিধি দল

এমদাদ খান রামগড়ঃ-  করোনা ভাইরাসের সংক্রমণ রোধের সার্বিক কার্যক্রম পরিদর্শনে আসেন সিন্দুকছড়ি জোন কমান্ডার কাজী মোঃ কাওসার জাহাজ পি এস সি (জি)।আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় রামগড় বাজার পরিদর্শনের সময় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ, ন, ম, বদরুদ্দোজা ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামানের নিকট থেকে এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন।এরপর তিনি রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বেড পরিদর্শন করে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। এসময় রামগড় স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ও ডাঃআনোয়ার হোসেন জানান ,আজ পর্যন্ত আমাদের হাসপাতালে কোন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসার জন্য আসেনি।করোনা রোগীদের চিকিৎসা সেবার যাবতীয় প্রস্তুতি আমাদের আছে।সরকার প্রেরিত ১০৫, টি, পি পি ই, পেয়েছি। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন গুইমারা সেনা রিজিওনের আওতাধীন সিন্ধুকছড়ির ১৪ ফিল্ড রেজিমেন্টের সাব জোন কমান্ডার মেজর মো. জুনায়েদ বিন কবির, ও রামগড়ের সাংবাদিক, শ্যামল (রুদ্র)নিজাম উদ্দিন (লাভলু) বেলাল হোসাইন, নিজাম উদ্দিন,কুমার রতন,বাহার উদ্দিন, এমদাদ খান, মোজাম্মেল হোসেন, প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com