দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকিতে করোনাভাইরাসে কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ ৫শতাধিক পরিবারকে সহায়তা দিল ঢাকাস্থ দুমকি উপজেলা জনকল্যাণ সমিতি।
শনিবার সকাল ১০ টায় সরকারি জনতা কলেজের সামনে ঢাকাস্থ দুমকি জনকল্যাণ সমিতির সভাপতি এ্যাড. মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে এর উদ্বোধন করেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার শংকর কুমার বিশ্বাস।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম, দুমকি প্রেসক্লাবের সহ সভাপতি জাকির হোসেন হাওলাদার, ঢাকাস্থ দুমকি জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাফর হাওলাদার, সহ-সভাপতি জি এম আনিসুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জি এম শাহজাদা প্রমূখ। সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, পেয়াজ ও সাবান। উপজেলার ৫ টি ইউনিয়নে মোট ৫শতাধিক পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।