Logo
HEL [tta_listen_btn]

নীলফামারী-২ আসনে হতদরিদ্র ও দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নীলফামারী-২ আসনে হতদরিদ্র ও দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ মোশফিকুর ইসলাম (চিলাহাটি – নীলফামারী) প্রতিনিধি: করোনা ভাইরাসে আতঙ্কিত নয়, সচেতনায় মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে হতদরিদ্র ও দিনমজুরদের মাঝে সাবেক সাংস্কৃতিক মন্ত্রী ও নীলফামারী – ২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এর পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মী।   আজ (৪-০৪-২০) শনিবার দুপুরে জেলা শহরের উদয়ন শিশু বিদ্যা পিঠ চত্ত্বরে শতাধিক কর্মহীন মানুষের মাঝে ৫ কেজি করে চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল ও ১টি করে সাবান। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ও ভিশন-২১ এর প্রধান সমন্বয়ক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভিশন-২১ প্রধান সমন্বয়ক ওয়াদুদ রহমান জানান, “করোনা পরিস্থিতিতে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানের কাজ অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় আজ শনিবার পৌরসভার ৯টি ওয়ার্ডে দুই হাজার খাদ্য সামগ্রী বিতরণ করাসহ সদরের ১৫টি ইউনিয়নের সকল ওয়ার্ডে দুই হাজার ৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। চাহিদা মাফিক আরও বিতরণের প্রস্তুতি রয়েছে। এছাড়া চলমান পরিস্থিতি মোকাবেলায় তিন হাজার হ্যান্ড স্যানিটাইজার ও এক লাখ লিফলেট বিতরণ করা হয়। জরুরী পরিস্থিতি মোকাবেলায় ১০০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com