আড়াইহাজার (নারায়ণগঞ্জ) :সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ রোববার বিকাল ৩টার দিকে মালবাহি একটি ট্রাকের চাপায় জামাল (৩৫) নামে এক পথচারি নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন বন্দনপাড়া এলাকার আব্দুল ছাত্তারের ছেলে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত হয়। ঢাকা-সিলেট মহাসড়কের পাচরুখী এলাকায় এই ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার এসআই জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসআই জরিুল ইসলাম মুঠোফোনে জানান, ঢাকা (মেট্রো-ট- ১১-২৯৪৪) নাম্বারের একটি মালবাহি ট্রাক ঢাকা থেকে নরসিংদীর উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়ীটি পাঁচরুখী এলাকায় কালর্ভাডের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনি আরো বলেন, এক পর্যায়ে পাশে পথচারির ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।