দেশের আলো নিউজঃ- রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ এপ্রিল শনি বার সকাল ৯ টায় আবু সাইদ মাতবর (৫৫) এর মৃত্যু হয় । ফতুল্লা কাশিপুর ইউনিয়নের সুচিন্তানগর এলাকার বাসিন্দা পরিবার সুত্রে জানায় গত ২ দিন যাবৎ শ্বাসকষ্ট ও কাশি ছিল । ৩ এপ্রিল সন্ধা ৬টায় কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করাহয়ে ছিল ।পরেরদিন সকাল ৯টায় মারাযান ,পরে আইইডিসিআর থেকে এসে পরীক্ষা করে করোনার কথা নিশ্চিত করেন ।এ বিশয়ে জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ জানান তথ্য জানতে পারিনি তবে এলাকাবাসীর মাধ্যমে শুনেছি পরে বিস্তারিত জানাতে পারব ।এর আগে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারাযান বন্দর উপজেলার রসুলবাগের পুতুল ৫০ নামের এক নারী ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।