লালমোহনে নিজ অর্থায়নে ,ত্রাণ বিতরণ করলেন এমপি শাওন
মো: ইব্রাহিম আকাশ ভোলা প্রতিনিধি . রবিবার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মাদ্রাসার মাঠে
শারিরীক দুরত্ব বজায় রেখে, করোনা ভাইরাসে কর্মহীন মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ দেয়া খাদ্যসামগ্রী বিতরণ করছেন, ভোলা-৩ আসনের জনপ্রিয় সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়। এ সময় তিনি বলেন সামাজিক দূরত্ব বজায় রেখে সকল পারস্পরিক সহযোগিতার মাধ্যমে , যাতে এলাকার কেউ না খেয়ে থাকে সেই দিকে সবার দৃষ্টি রাখতে হবে একই সাথে যারা বিত্তবান আছেন তাদেরকে অসহায়দের দিকে হাত বাড়িয়ে দিতে হবে। যারা না খেয়ে আছে তাদের মুখে খাবার তুলে দিতে হবে তাহলে মনুষ্যত্বের পরিচয় পাওয়া যাবে একই সাথে যারা বাহিরে বের হবেন তাদেরকে মুখে মাক্স ব্যবহার করার পরামর্শ দেন এবং একসাথে 2-3 জন লোক যাতে না দাঁড়াতে পারেন অথবা দূরত্ব বজায় রেখে সবাইকে চলাচলের নির্দেশ দেন । এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ,ফখরুল আলম হাওলাদার, বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফরিদ উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক কাশেম মুসলমান ,সহ স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।