রিয়াজ উদ্দীন:- ঘরে থাকার আদেশ অমান্য করায় ৫ পথচারী পেল অভিনব শাস্তি ঘরে থাকার আদেশ অমান্য করে রাস্তায় আসায় অভিনব শাস্তি হলো ৫ পথচারীর। রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়মিত অভিযানে এমন অন্যরকম পন্থায় শাস্তি দিয়ে বাইরে বের হতে নিরুৎসাহিত করলেন। এ সময় ৫ ব্যক্তিকে হাত উপরে ছড়িয়ে রাখতে আদেশ দেওয়া হয়। জানা গেছে, রাঙ্গামাটির বাঘাইছড়িতে সরকারি আদেশ না মেনে অকারণে রাস্তায় বের হয় কিছু সংখ্যক মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু নিয়মিত অভিযান পরিচালনা করছিলেন। গতকাল রোববার (৫ এপ্রিল) চলমান অভিযানের ধরন কিছুটা বদলে দিলেন। উপজেলার চৌমুহনী ও আশপাশের এলাকায় কিছু পথচারীকে একটু অন্যরকম শাস্তি হলো। সরেজমিন গিয়ে দেখা যায়, অকারণে বাইরে ঘোরাঘুরির দায়ে হাত উপর করে দাঁড় করিয়ে রাখেন তাদের। পরে সতর্ক করেন ও নাম ঠিকানা রেখে ছেড়ে দেওয়া হয় ওই পথচারীদের।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।