সাপাহারে খাদ্য মন্ত্রীর ব্যক্তগিত তহবলি থকেে মাস্ক ও পিপিই বিতরন
মুহাম্মদ মহসনি আলী, নওগাঁ জলো প্রতনিধি:
বশ্বৈকি মরণ ব্যাধি নভলে করোনা ভাইরাস (কোভটি-১৯) সংক্রমণ ঠকোতে গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকাররে মাননীয় খাদ্য মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তযিোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এর নজিস্বে র্অথায়নে নওগাঁ জলোর সাপাহার উপজলোয় মাস্ক ও পপিইি বতিরণ করা হয়ছে ।
রোববার সকাল সাড়ে ১০টায় দলীয় র্কাযালয় থকেে উপজলোর ৬টি ইউনয়িনে মোট ১৬ হাজার মাস্ক এবং উপজলো প্রশাসনকে ১০ট, উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেে ১০টি ,এবং সাপাহার থানায় ১০টি সহ মোট ৫০টি পপিইি বতিরণ করা হয়।এ সময় উপজলো আওয়ামীলীগ সভাপতি ও সাবকে উপজলো চয়োরম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধূরী, সাধারণ সম্পাদক ও উপজলো পরষিদরে চয়োরম্যান
আলহাজ্ব শাহজাহান হোসনে, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনয়িন পরিষদের
চয়োরম্যান আকবর আলী, যুগ্ম সাঃ সম্পাদক ফজলে রাব্বী ফজলু, যুগ্ম সাঃ সম্পাদক গোপাল কুমার মন্ডল, দপ্তর সম্পাদক শামসুজ্জান(জামান) সহ অঙ্গ ও সহযোগীসংগঠনরে নতো র্কমীরা উপস্থতি ছলিনে
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।