জাকির হোসেন:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি নির্দেশনা অমান্য করে চালু রাখার অপরাধে জি অ্যান্ড বি নামে এক ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের লেঙ্গরদী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
উজ্জল হোসেন বলেন, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইটভাটা খোলা রেখে শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছিলেন এমন অভিযোগের সত্যতা পেয়ে জি অ্যান্ড বি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একি সঙ্গে মালিক জহিরুল ইসলামকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে ইটভাটা খোলা না রাখার জন্য ।