দ্বিতীয় পুত্র সন্তানের জনক হলেন বাংলাদেশ জাতীয় দলের দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। সোমবার (এপ্রিল ০৬) তিনি পুত্র সন্তানের বাবা হন। সন্তান এবং স্ত্রী দু’জনেই ভালো আছেন বলে জানান তিনি।
মঙ্গলবার (এপ্রিল ০৭) নিজের ফেসবুক পেজে পুত্র সন্তান জন্মের খবরটি নিশ্চিত করে একটি ছবি পোস্ট করেন মাহমুদউল্লাহ নিজেই। ফেসবুকে মাহমুদউল্লাহ লিখেন, ‘আলহামদুলিল্লাহ গত রাতে দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হয়েছি। সবাই দোয়া করবেন।’
২০১১ সালে জান্নাতুল কাওসার মিষ্টির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। ২০১২ সালে প্রথম পুত্র সন্তানের বাবা হন মাহমুদউল্লাহ।
বর্তমানে খেলা না থাকায় পরিবারকে সময় দিচ্ছেন তিনি। করোনা ভাইরাসের কারণে সবধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে