Logo
HEL [tta_listen_btn]

নীলফামারীর ডোমারের কেতকীবাড়ী ইউনিয়নে শ্বাসকষ্ট,পাতলা পায়খানা ও জ্বরে এক বৃদ্ধার মৃত্যু

নীলফামারীর ডোমারের কেতকীবাড়ী ইউনিয়নে শ্বাসকষ্ট,পাতলা পায়খানা ও জ্বরে এক বৃদ্ধার মৃত্যু

মোঃ মোশফিকুর ইসলাম (চিলাহাটি-নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে গতকাল মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট , পাতলা পায়খানা ও জ্বর নিয়ে এক ব্যক্তি (৭০) মারা গেছেন । করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আজ বুধবার (৮এপ্রিল ২০) দুপু্রে পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয় । সরেজমিনে,গিয়ে স্থানীয় কয়েক জনের সাথে কথা হলে তারা জানান, তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার রাতে তাঁর শ্বাসকষ্টের সঙ্গে পাতলা পায়খানা ও জ্বর শুরু হয়। রাতেই তাঁকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। ওই ব্যক্তির মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে ২ নং কেতকীবাড়ী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বলেন, বিষয়টি পুলিশ ও স্বাস্থ্য বিভাগকে জানানোর পর তারা এসেছেন। স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে। এ সময়, ডোমার থানার অফিসার ইনচার্জ জনাব মোস্তাফিজার রহমান , চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি নুরুল ইসলাম ও পুলিশ সদস্যসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগের নমুনা সংগ্রহের শেষে লাশটি জানাযার এবং দাফন কাফনের সময় অংশ গ্ৰহণ করেন পরিবারের সদস্য এবং ডোমার থানার অফিসার এবং চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ও পুলিশ সদস্যরা । নমুনার সংগ্রহের ফলাফল না আসা পর্যন্ত কেউ বাড়ির গেটের বাইরে যেতে পারবেনা বলে তাদেরকে জানিয়ে দেওয়া হয় । স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com