দুমকি ( পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে করোনায় আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এ মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আব্দুস সোবাহান চৌকিদারের ছেলে দেলোয়ার হোসেন দুলাল চৌকিদার (৩০) নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মী ছিলেন । জানা গেছে, ২/৩ দিন আগে ওই যুবক পালিয়ে বাড়িতে আসে। সে ডায়বেটিস রোগী ছিলেন। এর মধ্যে গত কয়েক দিন ধরে করোনা উপসর্গে (জ্বর, গলা ব্যাথা, হাঁচি-কাশি) ভুগছিলেন। বিষয়টি এলাকাবাসীর সহযোগিতায় প্রশাসনের নজরে যাওয়ার পর গত মঙ্গলবার থেকে তাকে হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। মঙ্গলবার তার শারীরিক অবস্থার ভিত্তিতে নমুনা কালেকশন করে করোনা শনাক্তের জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয় আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা কম্পাউন্ড সংলগ্ন পশ্চিম পার্শ্বে নিজ বাড়িতেই তার মৃত্যু ঘটে। এবং তার করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আল-ইমরান বলেন, মৃত্যু হওয়া যুবকের এলাকার প্রায় শতাধিক ঘর লক ডাউন করা হয়েছে। বিকেলে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যেগে তাকে দাফন করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।