দেশের আলো নিউজ:- করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার এক ব্যবসায়ীর (৬০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। পরে হাসপাতালের পক্ষ থেকেই তার দাফন সম্পন্ন করা হয়েছে।
ওই ব্যবসায়ীর নাম মহিউদ্দিন। তিনি ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকার মৃত আলেক চাঁন বেপারীর বড় ছেলে। তিনি ইটখোলার ব্যবসায়ী ছিলেন।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ব্যবসায়ী মহিউদ্দিনের মৃত্যু হয়েছে। ফলে তার বাড়ি প্রশাসনের পক্ষ লকডাউন ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ ওই এলাকার জনসাধারণকে সচেতন হওয়ার জন্য মাইকিং করেছে। প্রত্যেককে ঘরে থাকতে বলা হচ্ছে। বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।