স্টাফ রিপোর্টার(দৈনিক দেশের আলো)নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় নতুন করে আরো ২ জন করোনা রুগী সনাক্ত হয়েছ । উপজেলার দুপ্তারা ইউনিয়ণের পাচঁগাও এলাকার (কবির) পিতা ওয়ারিশ মোল্লা এবং বিশনন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ড দড়ি বিশনন্দী এলাকার (হানিফ) পিতা তারা মিয়া, করোনা ভাইরাসে পজিটিভ নিশ্চিত করেছেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এর আগে গত ৮ এপ্রিল নারায়নগঞ্জের নবীগঞ্জ থেকে ফিরে আসা বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের মাসুদা বেগেমর শরীররে করোনা ভাইরাস পজেটিভ নিশ্চিত হয় । উপজেলার ১ম শনাক্ত হওয়া রোগীকে আইসোলেশনে প্রেরন করে ওই এলাকার ১৫০ টি বাড়ি লকডাউন করেদেন প্রশাসন । নতুন এই ২ জন সহ আড়াইহাজারে করোনা আক্রান্তের সংখ্যা দারালো ৩ জনে ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।