Logo
HEL [tta_listen_btn]

দুমকিতে ৪ ডাক্তারসহ ১৩ জনের নমুনা সংগ্রহ

দুমকিতে ৪ ডাক্তারসহ ১৩ জনের নমুনা সংগ্রহ

 

 

মোঃ সাইদুর রহমান দুমকি ( পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্তে মৃত দুলাল চৌকিদারের নমুনা সংগ্রহাকারী চিকিৎসক উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচও)ডা. মীর শহিদুল হাসান শাহীন, মেডিকেল অফিসার ডা.মোমেন, স্বাস্থ্য সহকারী মো. জাহিদুল ইসলাম ও মেরিনাসহ মারা যাওয়া দুলালের স্ত্রী-সন্তানসহ মোট ১৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহকারী টিম মৃত. দুলাল চৌকিদারের বাড়িতে গিয়ে তার স্ত্রী, সন্তানসহ সংস্পর্শে আসা মোট ৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা আইইডিসিআরে পাঠায়। এছাড়া শনিবার নমুনা সংগ্রহকারী দুই চিকিৎসক ও দুলালের চিকিৎসা করা ডাক্তার জাহিদ ও তার স্ত্রী মেরিনার নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ পাঠানো হয়। এ নিয়ে মোট ১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। দুমকি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মীর শহীদুল হাসান শাহীন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আগামীকালের মধ্যে রিপোর্ট হাতে পাওয়া যেতে পারে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুলাল মারা যাওয়ার পরেই পুরো উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com