মোঃ মোশফিকুর ইসলাম,(চিলাহাটি- নীলফামারী) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ও দুস্থ্য মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌছিয়ে দিলেন নীলফামারী সদর উপজেলাধীন টুপামারীর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম হাচন । যানবাহন,দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উপার্জনের অভাবে খাদ্য সংকটে নিম্ন আয়ের মানুষ। সে সাথে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বেড়েছে দূর্ভোগও। গতকাল রাতে সদর উপজেলার রামগন্জ বাজারস্থ বিভিন্ন এলাকার প্রত্যন্ত বাসিন্দাদের মাঝে নিত্য প্রয়োজনীয় নিজ হাতে তাদের বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন । টুপামারী ইউনিয়নে প্রায় দুই শতাধিক পরিবারে মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে চাউল, ডাল, বেগুন, মাছ, সাবান, গোসল ও কাপর কাচার সাবান, চিনি, দুধ,লবন ,চা পাতা বিতরণ করেন । এর আগে তিনি সাধারণ মানুষের মাঝে জীবাণুনাশক হাত ধোয়া সাবান বিতরনসহ বিভিন্ন এলাকায় জীবানুনাষক ঔষুধ স্প্রে করেন । এই বিষয়ে নীলফামারী সদর উপজেলাধীন টুপামারীর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম হাচান বলেন, করোনা প্রতিরোধী যুদ্ধে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন আমাদের সমাজের খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো। লকডাউন হওয়ার কারণে এই মানুষগুলো তাদের কাজ হারিয়ে আজ বাসায় বসে আছেন, আর এরকম চলতে থাকলে সামনে তাদেরকে আরও বেশি দূর্ভোগে পড়তে হবে। বাংলাদেশ সেচ্ছাসেবকলীগের সর্বস্তরের নেতাকর্মীরা দেশের প্রতিটি এলাকায় মানুষের পাশে আছে সার্বক্ষনিক। এরই ধারাবাহিকতায় তাদের বিপদে পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই সমাজের এই অসহায় মানুষগুলোর পাশে একত্রিত হয়ে সহায়তা হাত বাড়িয়ে দিতে। তাহলেই আমরা এই সংকটময় সময়টাকে ভালোভাবে পার করতে পারব।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।