মোঃ রিয়াজ উদ্দীন ; চট্টগ্রাম প্রতিনিধি:- দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন রিয়ার অ্যাডমিরাল শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি হলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ৪০তম চেয়ারম্যান। প্রসংগত, গত ২২ মার্চ আদেশ জারির মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে রিয়াল অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ ২০১২ সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) পদে যোগ দেন। ২০১৮ সালের ২৯ জানুয়ারি তিনি এ বন্দরের চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণ করেন। চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণের পর তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে নতুন চেয়ারম্যানের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ। এ সময় বন্দর কর্তৃপক্ষের সদস্য, পরিচালক ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। তিনি এর আগে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সেখানে নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। তিনি ১৯৬৭ সালের ৩০ এপ্রিল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ ওসমান গনি এবং মাতা মিসেস খোদেজা বেগম। তিনি ১৯৮৫ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। রিয়ার এডমিরাল আবুল কালাম আজাদ দেশে এবং বিদেশে পেশাগত কাজে কৃতিত্বের স্বাক্ষর রাখেন
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।