মোঃ মোশফিকুর ইসলাম (চিলাহাটি-নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের সরকার পাড়া গ্রামের আল্লামা ডক্টর কফিল উদ্দিন সরকার সালেহীর কৃতি সন্তান সমাজ সেবক নিয়াজ মোর্শেদ সরকার নিজ উদ্যোগে কর্মহীন ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। গত রবিবার (১২ এপ্রিল ২০) সকাল ৯টা থেকে শুরু করে বিকেল ৫ টা পর্যন্ত ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের কর্মহীন ও নিম্নআয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে, ৫ কেজি চাল, ২ কেজি আলু,১ কেজি ডাল এবং ১ টি সাবান। এসব সামগ্রী বিতরণ করেন নিয়াজ মোর্শেদ সরকার । কর্মহীন ও নিম্নআয়ের ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় ভোগডাবুড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সহিদুল হোসেন লিটন,৭,৮,৯ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সামসুন নাহার স্বনা, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউছুব আলী,যুবপ্রচেষ্টা সভাপতি মোকাদ্দেস হোসেন লিটু ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাজ সেবক নিয়াজ মোর্শেদ সরকার বলেন,”সারা পৃথিবীতে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। আমি অতি সাধারণ একজন মানুষ। এই দুর্যোগের মূহুর্তে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। আমার এই খাদ্যসামগ্রী আপনাদের চাহিদার তুলনায় অতি নগণ্য হলেও আমার সাধ্যমত চেষ্টা করেছি। আল্লাহ যদি আমাকে তওফিক দেন, তাহলে ভবিষ্যতেও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।”
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।