Logo
HEL [tta_listen_btn]

নগরীর কোতোয়ালী থানার পুলিশ নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ আকাশে উড়ছে তিনটি ড্রোন

নগরীর কোতোয়ালী থানার পুলিশ নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ আকাশে উড়ছে তিনটি ড্রোন 

ছবি সংগ্রহীত

মোঃ রিয়াজ উদ্দীন ; চট্টগ্রাম প্রতিনিধি:- ড্রোন উড়ছে, এটি খেলা কিংবা গেমস নয়। এটি আপনাকে দেখছে। আমাদের দেখাচ্ছে। আপনারা যারা এখনও সরকারি নির্দেশ অমান্য করে রাস্তায়, অলিগলিতে অহেতুক আড্ডা দিচ্ছেন— এই সংক্রমিত রোগকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য শুরু করেছি আইনগত ব্যবস্থা। আপনারা যারা ঘরে থাকতে চাইছেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এভিডেন্স কালেকশন চলছে। ইতিমধ্যে আপনাদের অনেকের ছবি ও ভিডিও আমাদের হাতে।’ ভিডিওবার্তায় এভাবেই বলছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। ঘরে থাকার সরকারি নির্দেশনা থাকলেও চট্টগ্রাম নগরীর ভেতরে গলিগুলোর চিত্র ভিন্ন। অনেক দোকান অর্ধেক খোলা, কোনো কোনোটি পুরোপুরি খোলা। সড়কেও মানুষদের চলাফেরা কম নয়। স্থানে স্থানে জটলা করে চলছে আড্ডা। গা ঘেঁষাঘেষি দূরত্বে চলাফেরা করছেন অনেকে। অথচ স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে কমপক্ষে দুই মিটার দূরত্ব বজায় রেখে চলতে হবে। অথচ দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আড্ডা বসছে বিভিন্ন জায়গায়। সেনাসদস্য কিংবা পুলিশ আসলে তারা লুকিয়ে পড়ে, তারা যেতেই আবার বসছে আড্ডা। এমন অবস্থায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পুলিশ নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। রোববার (১২ এপ্রিল) থেকে নগরীর কোতোয়ালী থানা এলাকায় উড়ছে তিনটি ড্রোন। পাথরঘাটা, ফিরিঙ্গিবাজার, আলকরণ, কাজির দেউড়ি, ব্যাটারি গলি, হাজারী লেইন, জামালখান, চেরাগী পাহাড়সহ বিভিন্ন এলাকার তাৎক্ষণিক ছবি ও ভিডিও ধারণ করা হচ্ছে ওই তিনটি ড্রোনের মাধ্যমে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, রোববার প্রথম দিনে এ বিষয়ে কোনো মামলা হয়নি। তবে সোমবার (১২ এপ্রিল থেকে রাস্তার আড্ডারুদের তো বটেই, বাসা থেকে প্রয়োজন ছাড়া বের হলেও মামলা করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com