আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের চাপ দেয়ায় মাসুদা (১৬) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার সকাল ৮টায় খবর পেয়ে স্থানীয় গোপালদী পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এরই মধ্যে বিনা ময়নাতদন্তে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে রাতের কোনো এক সময় বাড়ির সবার অজানতে নিজের শোবার ঘরে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা। তিনি নরসিংদী জেলার নরসিংদী থানার গাজীরগাঁও এলাকার রেজাউল করিমের মেয়ে। ছোট বেলা থেকেই আড়াইহাজার উপজেলার বিশ্বনন্দী এলাকায় নানাবাড়িতে থাকতেন। নানা মৃত আলী হোসেন। পাশাপাশি স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করছিলেন। মৃতের পরিবারের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে ফিরে এসআই নাছির আহমেদ জানান, মৃত মাসুদা ছোট বেলা থেকেই তার নানাবাড়ি বিশ্বনন্দী এলাকায় থাকতেন। পাশপাশি স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করতেন। কয়েক দিন ধরেই পরিবারের পক্ষ থেকে তাকে বিয়ের চাপ দেয়া হচ্ছিল। কিন্তু তাতে সে রাজী হচ্ছিল না। তার পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। এনিয়ে পরিবারের লোকজনের সঙ্গে তার মনোমালিন্য দেখা দেয়। তিনি আরো বলেন, সবার অজানতে রাতের কোনো এক সময় সে নিজের শোবার ঘরে গলায় ফাঁস দেয়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।