শেখ ফজলে রাব্বি জামালপুর : জামালপুরে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৪ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে একজন জামালপুর সদরের, দুজন ইসলামপুর উপজেলার ও একজন মাদারগঞ্জ উপজেলার। ইসলামপুরের দুজনের মধ্যে ২৬ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যুর পর নমুনা সংগ্রহ করা হয়েছিল। ইসলামপুরে এ নিয়ে দুজন নারী করোনা আক্রান্তের পর মারা গেলেন। জামালপুরের স্বাস্থ্য বিভাগের গত কয়েকদিনে পাঠানো নমুনার পর্যায়ক্রমিক পরীক্ষায় আজ মঙ্গলবার ১৪ এপ্রিল ৫১ জনের নমুনার প্রতিবেদনে নতুন করে এই ৪ জনের কোভিক-১৯ পজেটিভ ফলাফল পাওয়া গেছে বলে জামালপুর সিভিল সার্জনকে নিশ্চিত করেছে ময়মনসিংহের মাইক্রোবায়োলজি বিভাগ। নতুন এই ৪ জন নিয়ে জামালপুরে আক্রান্তের সংখ্যা ১৫ জনে দাঁড়ালো। এই ১৫ জনের মধ্যে জামালপুর সদরে ১, বকশীগঞ্জে ২, দেওয়ানগঞ্জে ২, মেলান্দহে ২, মাদারগঞ্জে ৩, সরিষাবাড়িতে ১ ও ইসলামপুরে ৪ জনের মধ্যে ২ জন মৃত। জেলা স্বাস্থ্য বিভাগ হতে জানা গেছে, জামালপুর সদরের কাচারিপাড়া সংলগ্ন মুসলিমাবাদ এলাকার ৪০ বছর বয়সী আক্রান্ত পুরুষ ব্যক্তিটি গার্মেন্টসকর্মী। টঙ্গী হতে ৮ দিন আগে তিনি জামালপুরে নিজ বাড়িতে আসেন। ৪ দিন আগে তার নমুনা সংগ্রহ করা হয়। এ পর্যন্ত জামালপুর সদরে আক্রান্তের সংখ্যা ১ জন। ইসলামপুরের দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা। পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ২৮ বছর বয়সী পুরুষটি নারায়ণগঞ্জ ফেরত। গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ২৬ বছর বয়সী গৃহবধূটি ঢাকাফেরত। মমতা আক্তার নামে ওই গৃহবধূটি সম্প্রতি ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়িতে ফেরেন। ১১ এপ্রিল নিজ বাড়িতে মারা যাবার পর তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। ইসলামপুরে এ পর্যন্ত ৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুজন মারা গেছেন। মাদারগঞ্জ উপজেলার ২৮ বছর বয়সী আক্রান্ত ব্যক্তিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্টেরর সংস্পর্শে আক্রান্ত হন তিনি। এ পর্যন্ত মাদারগঞ্জে ৩ জন আক্রান্ত হলেন। সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, আক্রান্তদের আজ রাতের মধ্যেই জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হবে। তিনি আরও জানান, জামালপুরে ১৪ এপ্রিল এ ৫১ জনের নমুনার প্রতিবেদনে আরও ৪ জনের করোনা ভাইরাসে সংক্রমণ সনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট সনাক্ত ১৫ জন (মেলান্দহে ২, মাদারগঞ্জে ৪, বকশীগঞ্জে ২, দেওয়ানগঞ্জে ২, ইসলামপুরে ৪ ও জামালপুর সদরে ১) জন
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।