Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে নিন্ম আয়ের মানুষের মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ

আড়াইহাজারে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে নিন্ম আয়ের মানুষের মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ

আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজারে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে আজ বৃহম্পতিবার বেলা ১২টায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সহযোগিতা করেন উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি ও আকাশ এন্টারপ্রাইজের মালিক হাজী মোঃ লিয়াকত আলী। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্ট মন্ডলীর সদস্য ও দৈনিক দেশের আলো পত্রিকার যুগ্ম সম্পাদক মাহাবুব মোল্লা, ক্লাবের সভাপতি এমএ হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ওলিউল্যাহ ভূঁইয়া তুহিন, ক্রীড়া সম্পাদক সাইদুর হাসান ভূঁইয়া, সদস্য সোলাইমান হাসান, আবদুর রহমান নাছির, এবি নুরুল হক, নজরুল ইসলাম, মঞ্জুর হোসেন ও জাহাঙ্গীর প্রমুখ। এ সময় সংগঠনের সদস্যসহ বিভিন্ন এলাকার বেশ কিছু দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। লিয়াকত আলী বলেন, এই দুর্যোগপূর্ণ মুহুর্তে মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্ভবোধ করছি। মধ্যবৃত্ত ও নিম্মবৃত্ত লোকজনের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। অনেকেই কষ্ট করে জীবনযাপন করছেন। অনেকেই নিজের সমস্যার কথা কাউকে বলতেও পারছেন না। তিনি আরো বলেন, আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের প্রচারিত সংবাদে আমি সহ সকলেই এই মুহুর্তে উপকৃত হচ্ছি। সংবাদকর্মীরা প্রতি মুহুর্তেই জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে যাচ্ছেন। তাদের মাধ্যমে কিছু লোকের হাতে সামান্য খাদ্যসামগ্রী দিতে পেরে আমি আনন্দিত। তাদের প্রতি আমার সহযোগিতা বভিষ্যতেও অব্যাহত থাকবে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com