শেখ ফজলে রাব্বি জামালপুর : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শ্বাসকষ্টে বাবুল মিয়া (৪২) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছিলেন কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার রাতেই নমুনা ময়মনসিংহে পিসিআর ল্যাবে পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্যবিভাগ। সূত্র মতে ,মৃত বাবুল মিয়া বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামের আকরামুজ্জামানের ছেলে। তিনি চট্টগ্রাম বিভাগীয় কৃষি কর্মকর্তার কার্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। রবিবার তিনি কর্মস্থল থেকে বকশীগঞ্জের বাড়িতে যান। বুধবার রাত ৮ টার দিকে শ্বাসকষ্টে নিজ বাড়িতে মারা যান তিনি। বিষয়টি জানাজানি হলে করোনা আতঙ্কে এলাকাবাসীর মাঝে ভীতি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম রাত ১১ টার দিকে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে। রাতেই বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, নমুনা সংগ্রহ করে বুধবার রাতেই ময়মনসিংহে পাঠানো হয়েছে। তিনি আগে থেকেই হৃদরোগে ভূগছিলেন বলে পরিবার সদস্যরা জানিয়েছেন। সর্বশেষ শ্বাসকষ্টে তিনি মারা যান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।