Logo
HEL [tta_listen_btn]

সোনারগাঁয়ে শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে

সোনারগাঁয়ে শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে

 

 

রবিউল ইসলাম:  বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন সোনারগাঁয়ের টিপরদী এলাকার ইউসান নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে কারখানার প্রধান ফটকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা।

সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। ফলে মহাসড়কের যানজটের সৃষ্টি হয়।

বকেয়া বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন কারখানার শ্রমিকরা। লকডাউনের কারণে বন্ধ হয়ে থাকায় এবং বর্তমান করোনা পরিস্থিতিতে চরম অনিশ্চয়তায় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

শ্রমিকরা জানান, গত কোরবানির ঈদের পর থেকে কোনো বেতন-ভাতা পাননি তারা। বর্তমান পরিস্থিতিতে দোকানদাররা আর তাদের বাকিতে খাদ্যদ্রব্য দিচ্ছেন না। বাড়িওয়ালাও তাদের ভাড়া দেওয়ার জন্য চাপ দিচ্ছেন।

ইউসান নিট কম্পোজিট লিমিটেডের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে কারখানায় কাউকে পাওয়া যায়নি।

কাঁচপুর শিল্প পুলিশের ওসি মনির হোসেন বলেন, শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com