কয়রা(খুলনা)প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে হত দরিদ্রদের দেওয়া খাদ্য বান্ধব এর ১০ টাকা কেজি চাল, ব্যবসায়ীর কাছ থেকে আটক করেছে উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ নুর-ই-আলম ছিদ্দিকী। জানা গেছে, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত ১২ টায় কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলার চর গ্রামের মুর্শিদ ঢালীর বসত ঘর থেকে ৪ বস্তা চাল আটকের পর তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। চোরাই চাল ব্যবসায়ী মুর্শিদ ঢালী খাদ্য বান্ধব চাউলের কার্ডধারী একই গ্রামের রেবেকা খাতুন, নজরুল ঢালী ও মহেশ্বরীপুর গ্রামের নুর ইসলাম সহ শতাধীক কার্ডধারীর কাছ থেকে কম টাকায় চাল কিনে বেশি দামে বিক্রি করে থাকে । এ বিষয় স্থানীয় ইউপি মেম্বর আঃ গনি জানান, বিভিন্ন কার্ডধারীদের কাছ থেকে চাউল কিনেছেন মুর্শিদ ঢালী। সে ব্যবসার উদ্দেশ্য চালগুলো কেনে। মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদার বলেন, যে সকল খাদ্যবান্ধব চালের কার্ডধারী ব্যক্তিরা ১০ টাকার চাল কিনে তা বিক্রি করেছেন তদন্ত করে তাদের কার্ড বাতিল করার জন্য উধর্তন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে। তবে অভিযুক্ত মুর্শিদ ঢালী সাংবাদিকদের বলেন, কার্ডধারীরা ৩০ কেজির চালের বস্তা ৩০০ টাকায় কিনে তার কাছে বেশি দামে বিক্রি করে। সেই চাল আটক করে প্রশাসন জরিমানা আদায় করেন
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।