Logo
HEL [tta_listen_btn]

নতুন রোগী শনাক্ত ৫,মোট আক্রান্ত ২১

  নতুন রোগী শনাক্ত ৫,মোট আক্রান্ত ২১

শেখ ফজলে রাব্বি জামালপুর: সারা জেলায় গত ২৪ ঘন্টায় ৪৫ জনের নমুনা পরীক্ষায় আজ শুক্রবার ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে জামালপুর সদরে ২ জন, মাদারগঞ্জে ২ জন ও মেলান্দহ উপজেলায় ১ জন। এই ৫ জন নিয়ে জামালপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ জনে। এদের মধ্যে ২ নারী করোনা উপসর্গ নিয়ে মারা যাবার পর নমুনা পরীক্ষায় তাদের কোভিক-১৯ পজেটিভ ফলাফল এসেছিল। আজ শুক্রবার নতুন আক্রান্ত ৫ জন নিয়ে এ পর্যন্ত জামালপুরে করোনা আক্রান্তের সংখ্যা ২১ জন। ২১ জনের মধ্যে জামালপুর সদরে ৩, বকশীগঞ্জে ২, দেওয়ানগঞ্জে ৩, মেলান্দহে ৩, মাদারগঞ্জে ৫, সরিষাবাড়িতে ১ ও ইসলামপুরে ৪ জনের মধ্যে ২ জন মৃত বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জামালপুর সদরে আক্রান্ত ২ জন হলেন জামালপুর জেনারেল হাসপাতালের স্টাফ। একজন অফিস সহায়ক (৪০) ও অন্যজন ওয়ার্ড বয় (৩৮)। তারা কিভাবে আক্রান্ত হয়েছেন এ বিষয়ে অনুসন্ধান করবে স্বাস্থ্য বিভাগ। মাদারগঞ্জে আক্রান্ত দুজন মা ও ছেলে। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে আয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা ওই আয়ার ৩৫ বছর বয়স্ক স্বামী ও ৫৫ বছর বয়স্কা শাশুড়ি। তাদের বাড়ি চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর। তারা ওই আয়ার সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন মাদারগঞ্জ স্বাস্থ্য বিভাগ। নতুন ২ জন আক্রান্ত নিয়ে এ উপজেলায় মোট আক্রান্ত ৪ জনে দাঁড়ালো। মেলান্দহে আক্রান্ত ব্যক্তিটি নারায়ণগঞ্জফেরত। ২৫ বছরের আক্রান্ত যুবকটি ১৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে তার পিতামাতাকে মাহমুদপুর ইউনিয়নের আদবাড়িয়া নিজ গ্রামে নিয়ে আসেন বলে জানিয়েছেন মেলান্দহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক। নতুন আক্রান্ত ১ জন নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ জনে দাঁড়ালো। সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জামালপুরের ৭টি উপজেলা থেকে ৪৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহে পাঠানো হয়। এদের মধ্যে ৫ জনের কোভিক-১৯ পজেটিভ ফলাফল এসেছে। নতুন আক্রান্তদের দ্রুত সময়ের মধ্যে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে সেবা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com