Logo
HEL [tta_listen_btn]

নীলফামারীর ডিমলায় কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেন সরকার ফারহানা আখতার সুমি

নীলফামারীর ডিমলায় কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেন সরকার ফারহানা আখতার সুমি

মোঃ মোশফিকুর ইসলাম (চিলাহাটি-নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানীর কৃতি সন্তান সরকার ফারহানা আখতার (সুমি) সহশিক্ষা ও প্রশিক্ষণ পাঠাগার বিষয়ক সম্পাদক, বাংলাদেশ যুব মহিলা লীগ, সাধারণ সম্পাদক কল্যাণ পূর্ণবাসন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি। নিজ উদ্যোগে নীলফামারীর ডিমলায় কর্মহীন ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। আজ শুক্রবার (১৭ এপ্রিল ২০) বিকেল ৩ টা থেকে শুরু করে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ডিমলা উপজেলার ৩টি ইউনিয়ন ঘুরে ঘুরে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন । কর্মহীন ও নিম্নআয়ের ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় সরকার ফারহানা আখতার (সুমি) বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত নয়, সচেতনতাই মুক্তি। পৃথিবীতে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। আমরা সচেতন থাকবো। অপ্রয়োজনে ঘরের বাইরে যাব না। আমি অতি সাধারণ একজন মানুষ। আল্লাহ যদি আমাকে তওফিক দেন, তাহলে ভবিষ্যতেও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com