Logo
HEL [tta_listen_btn]

নড়াইলের বড়দিয়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান। ৬ ব্যাবসায়ীকে জরিমানা

নড়াইলের বড়দিয়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান। ৬ ব্যাবসায়ীকে জরিমানা

জিহাদুল ইসলাম,কালিয়া(নড়াইল)প্রতিনিধি: নড়াইলের বড়দিয়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে ছয় ব্যাবসয়ীকে জরিমানা করা হয়েছে। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট মোঃ নাজমুল হুদা এ রায় কার্যকর করেন। আজ ১৮ ই এপ্রিল (শনিবার) সকাল ১০ ঘটিকায় এ অভিযান শুরু হয়। বার বার হুশিয়ার করা সত্ত্বেও সরকারি নির্দেশনা না মানায় বড়দিয়া বাজারের ব্যাবসায়ী রফিকুল ইসলাম, (জননী লাইব্রেরী), পিং ছলেমান খান, ৩,০০০/- টাকা, শিবু ভৌমিন (ভাই ভাই ফার্নিচার), পিং সুবোধ ভৌমিক, ৫,০০০/- টাকা, কামাল হোসেন খান (লীমা গার্মেন্টস), পিং মত জহুর মোল্যা, ২০০০/- টাকা, পিযুস সাহা (রমা গার্মেন্টস), ২,০০০/- ও শেখর সাহা (নিউ রমা গার্মেন্টস) , উভয় পিং মৃত মন্টু সাহাকে ১,০০০/- টাকা সহ মোট ১৫,০০০/- টাকা জরিমানা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন এসপি সার্কেল কালিয়া রিপন চন্দ্র সরকার, এসআই মাহাবুবুর রহমান, এসআই আল- আমীনসহ পুলিশের একটি চৌকশ দল। ভ্রাম্যমান আদালতের বিচারক ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বলেন, বার বার হুশিয়ার করার পরও তারা সরকারি নির্দেশনা অমান্য করায় এ জরিমানা আদায় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com