Logo
HEL [tta_listen_btn]

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জেলার অধিবাসীদের জন্য সতর্কবার্তা জারি করেছে পুলিশ প্রশাসন

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জেলার অধিবাসীদের জন্য সতর্কবার্তা জারি করেছে পুলিশ প্রশাসন

দেশের আলো নিউজ:  নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জেলার অধিবাসীদের জন্য সতর্কবার্তা জারি করেছে পুলিশ প্রশাসন । কোন ব্যক্তি যদি পিপিই পরিহিত অবস্থায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে কোন বাসাবাড়ীতে রাতের বেলা করোনা রোগীর খোঁজ নিতে দরজা খুলতে বলে কেউ দরজা খুলবেন না। যদি কেউ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে করোনা রোগী নিয়ে যেতে চেষ্টা করে তাহলে দরজা না খুলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বা ডিউটি অফিসার অথবা জেলা পুলিশ কন্ট্রোলরুম (০১৭৬৯৬৯৪৫৬৮) নম্বরে ফোন করে নিশ্চিত হোন।শনিবার (১৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ফেসবুকে পেইজে জেলা পুলিশের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।সতর্কবার্তায় বলা হয়,

লক্ষ্য করা যাচ্ছে কিছু দুস্কৃতিকারী করোনা ভাইরাসের দোহাই দিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে অপকর্ম করার চেষ্টা করছে। তাই এমন পরিস্থিতীর কেউ সম্মুখীন হলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এছাড়াও যে কোন আইনগত সহায়তার জন্য ফোন করুন এসব নম্বরে।নারায়ণগঞ্জ জেলার সকল থানাসমুহের ফোন নাম্বারনারায়ণগঞ্জ মডেল থানা- অফিসার ইনচার্জ: 01713373345, ডিউটি অফিসার- 01948256577,ফতুল্লা মডেল থানা: অফিসার ইনচার্জ- 01713373346, ডিউটি অফিসার- 01948256579,বন্দর থানা: অফিসার ইনচার্জ- 01713373347, ডিউটি অফিসার- 01948256583,সিদ্ধিরগঞ্জ থানা: অফিসার ইনচার্জ-01713373348, ডিউটি অফিসার- 01948256581,আড়াইহাজার থানা: অফিসার ইনচার্জ- 01713373349, ডিউটি অফিসার- 01948256587সোনারগাঁও থানা: অফিসার ইনচার্জ- 01713373350, ডিউটি অফিসার- 01948256590রূপগঞ্জ থানা: অফিসার ইনচার্জ- 01713373351 ডিউটিঅফিসার-01948256585.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com