Logo
HEL [tta_listen_btn]

নতুন করে করোনাভাইরাস শনাক্ত ৩১২ মৃত্যু ৭ মোট ২৪৫৬ মোট মৃত্যু হয়েছে ৯১ জনের

নতুন করে করোনাভাইরাস শনাক্ত ৩১২ মৃত্যু ৭ মোট ২৪৫৬ মোট মৃত্যু হয়েছে ৯১ জনের

ঢাকা অফিস(দৈনিক দেশের আলো)  দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২৪৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৯১ জনের।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৬৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া আরও ৯ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৭৫ জন।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ রোগকে কোভিড-১৯ নামকরণ করে গত ১১ ফেব্রুয়ারি এবং কোভিড-১৯ মহামারি হিসেবে ঘোষণা দেয় ১১ মার্চ

বাংলাদেশের কেউ করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের হট লাইন ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে যোগাযোগের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com