Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে করোনা আক্রান্তেরসংখ্যা বেড়ে ১২ জন

আড়াইহাজারে করোনা আক্রান্তেরসংখ্যা বেড়ে ১২ জন

এম এ হাকিম ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াহাজারে নতুন করে আরো তিন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই তিন ব্যক্তির মধ্যে একই পরিবারের দুই সদস্য রয়েছেন। এই পরিবারে প্রথম রেজাউল নামে একব্যক্তি আক্রান্ত হয়েছিলেন। নতুন করে তার স্ত্রী মুক্তা আক্তার (২৬) ও মা আয়েশা (৬০) আক্রান্ত হলেন। দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদা মোশারফ এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত অপরজন বান্টি এলাকার আবদুর রহমান ছেলে মেহের আলী (৫৭)। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আক্রান্তের এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উত্তম কুমার দাশ গুপ্ত জানান, ১৬ এপ্রিল নতুন করে আক্রান্ত তিন ব্যক্তির নমুনা (ম্প্যাপল) সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছিল। পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। এনিয়ে এই উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২জনে। চেয়ারম্যান শাহীদা মোশারফ মুঠোফোনে জানান, আমি লোক মারফত শোনেছি, কয়েক দিন আগে হযরত আলী মেম্বার নামে এক ব্যক্তি অসুস্থ্য হলে তাকে রুপগঞ্জের গাউছিয়া এলাকায় অবস্থিত কাশেম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ছিল বলে গুণজন রয়েছে। পরে তিনি তার নিজ বাড়ি বান্টি এলাকায় বসবাস করছিলেন। এক পর্যায়ে তিনি মারা যান। নতুন করে আক্রান্ত মেহের আলী তার সংম্পর্শে গিয়ে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তিনি রেজাউলেরও বন্ধু ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রসঙ্গত.এ পর্যন্ত আড়াইহাজার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, রানা (২২)। তিনি স্থানীয় বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে। বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী দক্ষিণপাড়া এলকার তারা মিয়ার ছেলে হানিফ মিয়া (৬০)। তার স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), তার ছেলে আবদুল্লাহ আল মামুন (৩০) ও নাতি হাবিবুল্লাহ (১)। রেজাউল (৩৫)। তিনি উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টিবাজার এলাকার মৃত হাজী আব্দুল সালামের ছেলে। তিনি বান্টিবাজারে কাপড়ের ব্যবসা করতেন। সেই সুবাদে তিনি ঢাকার গাউছিয়া ও নিউমার্কেট এলাকায় যাতায়ত করতেন। নার্গিস আক্তার (২৮)। তিনি স্থানীয় দুপ্তারা ইউনিয়নের দড়িসৎভান্দি এলাকার আনোয়ারের মেয়ে এবং সোনারগাঁও উপজেলার নয়াপুর এলাকার খোকনের স্ত্রী। তিনি স্বামীর বাড়িতেই থাকতেন। অসুস্থ্যতা নিয়ে তিনি বাবার বাড়ি আড়াইহাজারে আসেন। হানিফ (৬৫)। তিনি স্থানীয় বিশনন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দড়ি বিশনন্দী দক্ষিণপাড়া এলাকার তারা মিয়ার ছেলে। তিনি ঢাকার মার্দাটেক এলাকায় বসবাস করতেন। কবির (৬০)। তিনি দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও নয়াপাড়া এলাকার ওয়ারিশ মোল্লার ছেলে। তিনি স্থানীয় মসজিদে যাতায়ত করতেন। ধারণা করা হচ্ছে তিনি মসজিদে আসা তাবলীগ জামায়াতের সদস্যদের সংম্পর্শে গিয়ে সংক্রমিত হয়ে থাকতে পারেন। মাকসুদা বেগম (৩০)। তিনি উপজেলার বিশনন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকার নান্নু মিয়ার মেয়ে। তিনি ৮ এপ্রিল প্রথম এই উপজেলায় (কোভিড-১৯)-এ আক্রান্ত হন। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় বাসাবাড়িতে কাজ করতেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com