সোলায়মান হাসান: করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় (২০ এপ্রিল সকাল ৮টা) পর্যন্ত মারা যাওয়া ১০ জনের মধ্যে ৪ জনই নারায়ণগঞ্জের। বাকি ৩ জন ঢাকার। ১৯ এপ্রিল দেশে মারা যাওয়া ৭ জনের মধ্যে ৪ জনেই ছিল নারায়ণগঞ্জের। বাকি ৬ জন ঢাকা ও দেশের অন্যান্য জায়গার। করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় (১৯ এপ্রিল সকাল ৮টা) পর্যন্ত মারা যাওয়া ৭ জনের মধ্যে ৪ জনই নারায়ণগঞ্জের। বাকি ৩ জন ছিল ঢাকার।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইনসংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এই তথ্য জানান।
এছাড়া তিনি জানান, করোনায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯২ জন। সর্বমোট আক্রান্ত হয়েছেন ২৯৪৮ জন। করোনায় নতুন ১০ জনের মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১০১ জনের।
এর আগে সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, নতুন আরো ৮১ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪১১ জন। নতুন ৪ জনের মৃত্যুসহ করোনায় নারায়ণগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে ৩০জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১জন। এপর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ্য হয়েছেন মাত্র ১৬ জন। নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনায় জেলায় সবচেয়ে ভয়ানক অবস্থায় আছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা। এখানে আক্রান্তের সংখ্যা ২৯৭ জন, মারা গেছেন ১৭ জন।
তবে রেহাই নেই সিটি করপোরেশনের বাইরে নারায়ণগঞ্জের উপজেলাগুলোতেও। সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ জন, মারা গেছেন ৮ জন। বন্দর উপজেলায় আক্রান্ত হয়েছন ২৫ জন, মারা গেছেন ৪ জন। রূপগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছে সর্বমোট ৫ জন, মারা গেছেন একজন। তবে আড়াইহাজার উপজেলায় ১২জন ও সোনারগাঁ উপজেলায় ৬ জন করোনায় আক্রান্ত হলেও স্বস্তির বিষয় এখনো সেখানে কেউ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেননি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।