শেখ ফজলে রাব্বি জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে একটি পরিত্যক্ত ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭১০ কেজি চাল উদ্ধারের পর র্যাবের করা মামলায় দুই আসামির মধ্যে ডিলার আব্দুল মন্নাতকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছে অপর আসামি পৌর কাউন্সিলর আবুল কালাম। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে ডিলার আব্দুল মন্নাতকে গ্রেফতার করে। অপর দিকে বকশীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালামকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। জামালপুরে র্যাব-১৪ এর নায়েক সুবেদার মো. হোসেন বাদী হয়ে সোমবার রাতেই কালোবাজারে পাচার ও অবৈধভাবে খাদ্য মজুদ রাখার অভিযোগে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুল মন্নাত ও পৌর কাউন্সিলর আবুল কালামকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুল মন্নাত (৫৫) পুরান বাট্টাজোর গ্রামের মৃত হাবিল মন্ডলের ছেলে। তিনি বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। বকশীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম তিনানী পাড়া গ্রামের মৃত আবু তালেব মাস্টারের ছেলে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।