শেখ ফজলে রাব্বি জামালপুর : জামালপুর পৌরসভার বগাবাঈদ এলাকায় অসুস্থ এক নারীর মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে করোনা সন্দেহ দেখা দিলে স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় ২৭ বছর বয়সের ওই নারী তার নিজ বাড়িতে মারা যান। গ্রামবাসী জানান, ওই নারী অন্তত ১২ দিন ধরে বাড়ির বাইরে আসেননি। বেশির ভাগ সময় ঘরেই থাকতেন। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান। মৃত্যুর কথা ছড়িয়ে পড়লে ওই নারী করোনাভাইরাস সংক্রমণে মারা যাওয়ার দাবি তোলেন প্রতিবেশীরা। অনেকেই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের ফোন করে তার নমুনা সংগ্রহ ও পরীক্ষা করার জন্য অনুরোধ জানান। অন্যদিকে মৃত ওই নারীর একজন স্বজন জানান, ওই নারী বেশ কয়েক মাস ধরে স্ত্রীরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে ঘরে পড়েছিলেন। ..
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।