মোঃ মোশফিকুর ইসলাম (চিলাহাটি-নীলফামারী) প্রতিনিধি: করোনায় কর্মহীন হয়ে পড়া নীলফামারী সদর উপজেলার দুটি ইউনিয়নের শ্রমজীবি গৃহবন্দী হাজারো মানুষ খাবারের দাবীতে রাস্তায় নেমে সড়ক অবরোধ করেছে৷ গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার কুন্দপুকুর ও চড়াইখোলা ইউনিয়নের হাজার হাজার শ্রমজীবী মানুষজন নীলফামারী-সৈয়দপুর সড়কের টেক্সটাইল এলাকায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সড়কের দুই পার্শ্বে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বহনকারী যানবাহনসহ র্যাবের ১টি গাড়ি আটকা পড়ে। পরে নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন সেখানে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ মানুষকে ত্রাণ দেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী৷ এবিষয়ে চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মানিক বসুনিয়া বলেন, “আমরা সরকারী ভাবে যে ত্রান পেয়েছি তা সঠিক ভাবে নিম্নআয়ের শ্রমজীবি ঘরবন্দী মানুষদেরকে দিয়েছি পর্যায় ক্রমে সবাই পাবে হতাশ হওয়ার কিছুই নেই”। এবিষয়ে কুন্দুপুকুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শাহাজাহান চৌধুরীকে মুঠোফোনে ফোন করে কথা বলার চেস্টা করেও ফোনে তাকে পাওয়া যায়নি৷
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।