Logo

আড়াইহাজারে আরো এক নারীর শরীরে করোনা শনাক্ত

আড়াইহাজারে আরো এক নারীর শরীরে করোনা শনাক্ত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কহিনুর (২৫) নামে নতুন করে আরো এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তিনি উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদীর পশ্চিমপাড়া এলাকার বাবুলের স্ত্রী। আজ বুধবার বেলা ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা এ তথ্য নিশ্চিত করে জানান, ১৮ এপ্রিল তার নমুনা (ম্প্যাপল) সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছিল। পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ আসে। আক্রান্তের স্বামী বাবুল জানান, আমি জানতে পেরেছি ২১ মার্চ আমার স্ত্রী স্থানীয় একটি ফামের্সী থেকে ঔষধ কিনতে যান। সেখানে এক নারী তার পাশে দাঁড়িয়ে হাঁচি কাশি দিয়ে ছিলেন। তিনি আরো বলেন, আমার মনে হচ্ছে কহিনুর অজ্ঞাত ওই নারীর সংম্পর্শে গিয়ে করোনা সংক্রমণ হয়ে থাকতে পারেন। অপরদিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মোশারফ জানান, আজ থেকে পাঁচদিন আগে আক্রান্ত নারীর মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে নমুনা সংগ্রহ করা হয়। এনিয়ে এই উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩জনে। তবে এরই মধ্যে দুই ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com