দুমকি ( পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা.মেরিনা সহ নতুন করে তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন । এর আগে গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে জেলায় প্রথম দুলাল নামে এক নারায়ণগঞ্জ থেকে আসা গার্মন্টেস কর্মি নিহত হয়। পরে খাদিজা নামের তার এক বোনের রিপোর্ট পজিটিভ আসলে তাকে পটুয়াখালীতে আইসোলেসনে রাখা হয়েছে। গত ১১ই এপ্রিল হোম কোয়ারেন্টাইনে থাকা ডাক্তার মেরিনাসহ দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জন ডাক্তারের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। তখন ডাঃ মেরিনার রিপোর্ট নেগেটিভ এসেছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরবর্তীতে গত ২০শে এপ্রিল ডা. মেরিনার দ্বিতীয় পর্যায়ে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিলো। দ্বিতীয় বারের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। গতকাল ২১শে এপ্রিল রাত ১১ টায় ডা.মেরিনার রিপোর্ট দুমকিতে এসে পৌঁছায়। ডা. মেরিনা দুমকিতে করোনায় আক্রান্তে মৃত্যু দুলাল চৌকিদারের চিকিৎসা প্রদান করা ডা. জাহিদের স্ত্রী। এছাড়াও আজ নিহত দুলালের বাবা সোবাহান ও আরেক বোন ফুলমালার রিপোর্ট পজিটিভ পাওয়া যায় । দুমকি উপজেলা স্বাস্থ্য বিভাগের নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে আরও জানায়, ডা.মেরিনা বর্তমানে সম্পূর্ন সুস্থ আছেন। তাঁকে আইইডিসিআরের নির্দেশনা অনুসরন করে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে এবং অপর আক্রান্ত দুজনকে জরুরি ভিত্তিতে আইসোলেসনে পাঠানোর ব্যবস্থা করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।